কমলাপুর থেকে ট্রেনের সময়সূচী ২০২৫

কমলাপুর থেকে ট্রেনের সময়সূচী জানতে চান? তাহলে এই আর্টিকেলটি পড়লে কমলাপুর ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও কমলাপুর থেকে সব জেলার ট্রেনের সময়সূচী আপডেট সম্পর্কে আলোচনা করা হবে।

কমলাপুর-ট্রেনের-সময়সূচী-২০২৫

আপনি যদি কমলাপুর স্টেশন থেকে ট্রেনে যাত্রা করতে চান তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্যই। কারণ এখানে যাত্রার সময়, টিকিটের মূল্য, সিটের ধরন এবং অন্যান্য প্রয়োজনে তথ্য প্রদান করব। কমলাপুর থেকে ট্রেনে যাতায়াত করতে চাইলে এই সব সময় সূচি জানা খুবই গুরুত্বপূর্ণ।

পেজ সূচিপত্রঃ কমলাপুর থেকে ট্রেনের সময়সূচী ২০২৫ ও আপডেট ভাড়ার তালিকা নিম্নে উল্লেখ করা হলো 

টঙ্গী টু কমলাপুর ট্রেনের সময়সূচী

টঙ্গী থেকে কমলাপুর স্টেশনে যাওয়ার জন্য অনেক মানুষ ট্রেনের সময়সূচী জানতে চাই। মানুষজন বিভিন্ন দরকারি কাজে ট্রেনে যাতায়াত করে, এজন্য তাদের টঙ্গী থেকে কমলাপুর স্টেশনে যাওয়ার সময়সূচী জানা প্রয়োজন। তাই টঙ্গী টু কমলাপুর ট্রেনের সময়সূচী আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। নিচে টঙ্গী টু কমলাপুর ট্রেনের সময়সূচী দেওয়া হলঃ

যাত্রা সময়(কমলাপুর-টঙ্গী) সময় লাগবে ট্র্যান্সফার
৫ঃ২৫-৬ঃ১০ ৪৫ মিনিট না
০৮ঃ১৫-১৬ঃ৫৭ ৮ ঘণ্টা ৪২ মিনিট ১ বার
১২ঃ২০-১৬ঃ৫৭ ৪ ঘণ্টা ৩৭ মিনিট ১ বার
১৩ঃ৩৫-১৬ঃ৫৭ ৩ ঘন্টা ২২ মিনিট ১ বার

কমলাপুর থেকে ট্রেনের সময়সূচী ২০২৫ ময়মনসিংহ

কমলাপুর থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচী অনেকে জানতে চান। কারণ অনেক লোকজন তার কর্ম ক্ষেত্রে ফেরার জন্য ট্রেনে আসতে স্বাচ্ছন্ন বোধ করেন। কিন্তু তারা সঠিক ট্রেনের সময়সূচী জানেন না। আজকে আমি আপনাদের কমলাপুর থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচী আপডেট টা দেয়ার চেষ্টা করব। কমলাপুর থেকে ময়মনসিংহের কয়েকটি ট্রেন যায় যেমন মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ইত্যাদি।


ট্রেনের নাম ট্রেন ছাড়ার সময় যাত্রা সময় স্টপেজ
আগ্নিবিনা এক্সপ্রেস ১১ঃ০০ ও ১৩ঃ০০ ৩-৪ ঘণ্টা সরাসরি ইন্টারসিটি
মোহনগঞ্জ এক্সপ্রেস প্রতিদিন একবার ৩ ঘণ্টা ২৮ মিনিট ইন্টারসিটি
জামালপুর এক্সপ্রেস ১৯ঃ৫৮ ঢাকা থেকে ২ ঘণ্টা ৪২ মিনিট ইন্টারসিটি
তিস্তা এক্সপ্রেস (লোকাল) ০৭ঃ৩০ ৩ ঘন্টা ৬০ মিনিট জয়দেবপুর স্টপেজ

লোকাল ট্রেনের সময়সূচী

কমলাপুর থেকে চলমান স্থানীয়(লোকাল/লোকাল/কমিউটার) ট্রেনগুলো ২০২৫ এর জন্য সংক্ষেপে তুলে ধরা হলো। অনেক মানুষ লোকাল ট্রেনের সময়সূচী জানতে চান, তারা যদি সঠিক লোকাল ট্রেনের সময় জানতে চান তাহলে অবশ্যই রেলওয়ে ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে তাহলে সঠিক তথ্য পাবেন। নিম্নে লোকাল ট্রেনের সময়সূচি দেওয়া হলঃ


ট্রেনের নাম স্টেশন ছাড়ার সময় স্টেশন পৌঁছানোর সময়
মহানগর প্রভাতী ঢাকা ০৭ঃ৩০ চট্টগ্রাম ১৩ঃ৩৫
তিস্তা এক্সপ্রেস ঢাকা ০৭ঃ৩০ দেওয়ানগঞ্জ ১২ঃ৩০
জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা ১১ঃ১৫ সিলেট ১৯ঃ০০
উপকূল এক্সপ্রেস ঢাকা ১৫ঃ১০ নোয়াখালী ২০ঃ৪০
মহানগর এক্সপ্রেস ঢাকা ২১ঃ২০ চট্টগ্রাম ০৩ঃ৩০
অগ্নিবীণা ঢাকা ১১ঃ৩০ তারাকান্দি ১৬ঃ৫০
কালনি এক্সপ্রেস ঢাকা ১৪ঃ৫৫ সিলেট ২১ঃ৩০
মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা ১৩ঃ১৫ মোহনগঞ্জ ১৮ঃ২০
কক্সবাজার এক্সপ্রেস ঢাকা ২২ঃ৩০ কক্সবাজার ০৬ঃ৪০
এগার সিন্ধুর প্রভাতী ঢাকা ০৭ঃ১৫ কিশোরগঞ্জ ১১ঃ১০

চট্টলা ট্রেনের সময়সূচী ২০২৪

চট্টলা এক্সপ্রেস ট্রেনের আপডেটের সময়সূচী ও গুরুত্বপূর্ণ তথ্য ২০২৪ অনুযায়ী উপস্থাপন করা হলো। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দুপুর ১ঃ৪৫ এ এ ছাড়ে এবং চট্টগ্রামে পৌঁছায় রাত৮ঃ১০। চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন শুক্রবার। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ছয়টায় ঢাকারচট্টলা ট্রেনের সময়সূচী ২০২৪ উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকাতে পৌঁছায় দুপুর বারোটা ১০ মিনিটে। এই চট্টলা ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা আসার সময় কয়েকটি স্টেশনে থামে যেমন কুমিরা, ফেনী, হাসানপুর, নাঙ্গলকোট, লক্ষীপুর, কুমিল্লা, শশীদল, কাশবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, মেথিকান্দা, নরসিংদী, বিমানবন্দর ইত্যাদি।

আরো পড়ুনঃ

কমলাপুর থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচী

আমরা ইতিমধ্যে লোকাল ট্রেনের সময়সূচী এবং অন্যান্য ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা ওই সকল ট্রেনের সময়সূচী সম্পর্কে জানব যেগুলো উত্তরবঙ্গের দিকে যায়। উত্তরবঙ্গের ট্রেন সম্পর্কে আমরা জানতে পারলে সঠিক সময়ে যেতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত ট্রেন ধরে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। নিম্নে কমলাপুর থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচী দেওয়া হলঃ

ট্রেনের নাম স্টেশন ছাড়ার সময় পৌঁছার সময় গন্তব্য
ধুমকেতু এক্সপ্রেস ঢাকা কমলাপুর ০৬ঃ০০ রাজশাহী ১১ঃ৪০
সুন্দরবন এক্সপ্রেস ঢাকা কমলাপুর ০৬ঃ২০ খুলনা ০৩ঃ৪০
নিলসাগর এক্সপ্রেস ঢাকা কমলাপুর ০৮ঃ০০ চিলাহাটি ০৫ঃ৪৫
রংপুর এক্সপ্রেস ঢাকা কমলাপুর ০৯ঃ০০ রংপুর ০৭ঃ০০
একতা এক্সপ্রেস ঢাকা কমলাপুর ১০ঃ০০ পঞ্চগড় ০৬ঃ৫০
চিত্রা এক্সপ্রেস ঢাকা কমলাপুর ০৭ঃ০০ খুলনা ০৩ঃ৫০
লালমনি এক্সপ্রেস ঢাকা কমলাপুর ১০ঃ১০ লালমনিরহাট ০৮ঃ২০

মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

মহানগর এক্সপ্রেস ট্রেন প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাওয়া আসা করে। নতুন সময়সূচি ৯ঃ২০ মিনিটে ছেড়ে যাই এবং চট্টগ্রামে পৌঁছায় ভোর তিনটা 30 মিনিটে। আবার চট্টগ্রাম থেকে ঢাকার দিকে রওনা দেয় দুপুর ১২ঃ৩০ টায় এবং সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে ঢাকায় পৌঁছায়। যাত্রীদের সুবিধার্থে নিম্নে মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেওয়া হল
স্টেশনের নাম সময়সূচী ২০২৫
চট্টগ্রাম ১২ঃ৩০
কুমিরা ১২ঃ৫৫
ফেনি ০১ঃ৫৬
নাঙ্গল কট ০২ঃ২২
লাকসাম ০২ঃ৪০
কুমিল্লা ০৩ঃ০৭
কসবা ০৩ঃ৩৯
আখাওরা ০৪ঃ০৮
ব্রাহ্মণবাড়িয়া ০৪ঃ৩০
আশুগঞ্জ ০৪ঃ৪৭
ভৈরব বাজার ০৪ঃ৫৭
নরসিংদী ০৫ঃ৩০
ঢাকা ০৬ঃ৪০

মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

২০২৫ সালের মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ভাড়া একটু বেড়ে গেছে। এই ট্রেনে মূলত তিন ধরনের লাগজারিয়া সিট রয়েছে যেমন এসি বার্থ, স্নিগ্ধা এবং শোভন চেয়ার। এসিসি চেয়ার ভাড়া ১৩৯৮ টাকা, স্নিগ্ধা সিটের ভাড়া ৭৭৭ টাকা এবং শোভন চেয়ার ৪০৫ টাকা ভাড়া।
আরো পড়ুনঃ

চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৫

আমরা যারা চট্টগ্রামে বসবাস করি এবং ট্রেনে যাতায়াত করি তাদের জন্য চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে ধারণা রাখা উচিত। থেকেই ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা জানলে অনেক সুবিধা হয়। ২০২৫ সালের চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিম্নে বর্ণনা করা হলোঃ

ট্রেনের নাম ছেড়ে যাবার সময় পৌঁছানোর সময়
চট্টলা এক্সপ্রেস ভোর ০৬ঃ০০ ০৮ঃ১০
সুবর্ণ এক্সপ্রেস সকাল ০৭ঃ৩০ ০৯ঃ২৫
কর্ণফুলী লোকাল সকাল ১০ঃ০০ ০৭ঃ৪৫
মহানগর এক্সপ্রেস দুপুর ১২ঃ৩০ ০৩ঃ৩০
মহানগর গোধূলি দুপুর ০৩ঃ০০ ০১ঃ৩৫
কক্সবাজার এক্সপ্রেস বিকেল ০৪ঃ০০ ০৩ঃ৪০
সোনার বাংলা এক্সপ্রেস বিকেল ০৪ঃ৪৫ ১১ঃ৫৫
পর্যটক এক্সপ্রেস রাত ১১ঃ১৫ ১১ঃ২০
ঢাকা মেইল রাত ১০ঃ৩০ ০৬ঃ৫৫
তুরনা এক্সপ্রেস রাত ১১ঃ৩০ ০৫ঃ১৫

চট্টগ্রাম থেকে ঢাকার ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫

চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা 2025 অনুযায়ী ভাড়া অনেকটা বেড়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা রুটে অনেকগুলো ট্রেন আসে। এগুলো ট্রেনের ভাড়া বিভিন্ন রকম। নিম্নে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সকল ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলোঃ
  • চট্টলা এক্সপ্রেসঃ ট্রেনটি সকাল ছয়টায় ছাড়ে। এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন হল মঙ্গলবার। এই ট্রেনে তিন ধরনের সিট রয়েছে, সিট অনুযায়ী ভাড়ার ভিন্নতা রয়েছে। শোভন চেয়ার ৪০৫ টাকা, স্নিগ্ধা ৭৭৭ টাকা, এসি স্লিপার ৯৩২ টাকা।
  • সুবর্ণ এক্সপ্রেসঃ এই ট্রেনটি সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং দুপুর বারোটা 25 মিনিটে পৌঁছায়। এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন হল সোমবার। এই ট্রেনে তিন ধরনের সিট রয়েছে এবং সিট অনুযায়ী ভাড়ার ভিন্নতা রয়েছে শোভন চেয়ার ৪৫০ টাকা, ফার্স্ট ক্লাস সিট ৬৮৫ টাকা, স্নিগ্ধা ৮৫৫ টাকা, এসি স্লিপার ১০২৫ টাকা
  • তূর্ণা এক্সপ্রেসঃ এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে যায় রাত ১১ঃ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় পরের দিন সকাল ৫ঃ১৫ মিনিটে। এই ট্রেনের কোন সাপ্তাহিক ছুটির দিন নেই। এই ট্রেনের সিটের ভাড়া হলো শোভন চেয়ার ৪০৫ টাকা, স্নিগ্ধা ৭৭৭ টাকা, ফাস্ট ক্লাস সিট ৯৩২ টাকা, এসি স্লিপার ১৩৯৮ টাকা।

আন্তঃনগর ট্রেনের তালিকা(পূর্বাঞ্চল)-সাপ্তাহিক বন্ধের দিন

আন্তঃনগর ট্রেনের তালিকা পূর্বাঞ্চল এর সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে অনেকেই জানেন না। এটি না জানার কারণে অনেকেই সাপ্তাহিক ট্রেনের ছুটির দিনে ট্রেন স্টেশনে আসেন এবং হয়রানি হন। আসুন নিম্নে আন্তঃনগর ট্রেনের তালিকা পূর্বাঞ্চল সাপ্তাহিক বন্ধের দিনগুলো জানা যাক

ট্রেনের নাম ছুটির দিন
উদয়ন এক্সপ্রেস রবিবার
সুবর্ণ এক্সপ্রেস সোমবার
তিস্তা এক্সপ্রেস সোমবার
পাহারিকা এক্সপ্রেস সোমবার
কালনি এক্সপ্রেস শুক্রবার
কক্সবাজার এক্সপ্রেস মঙ্গলবার
সোনার বাংলা এক্সপ্রেস মঙ্গলবার
পর্যটক এক্সপ্রেস বুধবার
প্রবাল এক্সপ্রেস সোমবার
চট্টলা এক্সপ্রেস শুক্রবার

কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৫

কুমিল্লা থেকে ঢাকা যাতায়াতের অনেকগুলো মাধ্যম রয়েছে। যদি এই রুটে যাতায়াত করতে চান তাহলে কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে আপনার জানা উচিত। ২০২৫ সালের আপডেট অনুযায়ী কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের সময়সূচী নিম্নে দেওয়া হলঃ


ট্রেনের সময়সূচী ছুটির দিন ছাড়ার সময় পৌঁছানোর সময়
উপকূল এক্সপ্রেস নাই ১৭ঃ২৯ ২০ঃ৫৫
মহানগর এক্সপ্রেস বুধবার ০৭ঃ৫৪ ১১ঃ২০
মহানগর গোধূলি রবিবার ১৫ঃ০৭ ১৮ঃ৪০
তুরনা এক্সপ্রেস নাই ০১ঃ৫৭ ০৫ঃ১৫
চট্টলা এক্সপ্রেস শুক্রবার ০৮ঃ৪১ ০০ঃ১৮

কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫

খুলনা থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা যাত্রীদের জানাটা গুরুত্বপূর্ণ। এতে করে যাত্রীরা এই ভাড়া সম্পর্কে বিশেষ ধারণা রাখতে পারবে। কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের কয়েক ধরনের সিট রয়েছে, সিট অনুযায়ী ভাড়ার ভিন্নতা বিভিন্ন রকম শোভন সিটের ভাড়া ১৯০ টাকা, শোভন চেয়ারের ভাড়া ২২৫ টাকা, প্রথম আসনের ভাড়া ৩৪৫ টাকা, প্রথম বার্থ ৫১৮ টাকা, স্নিগ্ধা ৪৩২ টাকা, এসি ৫১৮ টাকা, এসি বার্থ ৭৭৭ টাকা।

আরও পড়ুনঃ

শেষ কথা-নতুন সময়সূচিতে চলছে সব ট্রেন

নতুন ২০২৫ সালের সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে মোট ৭৮ টি ট্রেন পরিচালনা করছে। মার্চের শুরু থেকে তার মত মহানগর গুলোর সঙ্গে চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, কক্সবাজার ও বেনাপোল সব গুরুত্বপূর্ণ সেকশন গুলোর আন্তঃনগর ট্রেন 15 মাস পর পুনর্গঠিত সময়সূচিতে আবার চালু হয়েছে, যা যাত্রীদের যাতায়াতকে আরো সহজ ও সুবিধাজনক করে তুলছে। সকল ট্রেনের নতুন সময়সূচিতে ছাড়পত্র শেষে দৈনিক ও সাপ্তাহিক পর্যায়ে প্রায় স্বাভাবিক প্রতিপদ ফিরে এসেছে। আধুনিক পরিষেবা, নতুন এসি ও পর্যটক রেল, দ্রুত এক্সপ্রেস এবং কমিউটার পরিষেবা মিলিয়ে বাংলাদেশের রেল যাত্রা এখন আগের চেয়ে সহজ সুরক্ষিত ও আরামদায়ক হয়েছে। আজকের এই আর্টিকেলটিতে আমি ঢাকা থেকে আসা সকল ট্রেনের সময়সূচী কিছুটা হলেও তুলে ধরতে পেরেছি আশা করি এটি পড়লে আপনার যাত্রা আরো সহজ হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডেইলি লাইফস্টাইল অ্যান্ড হেলথ্ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url